পদ্মার বুকে রেলে ঢাকা-যশোর, সম্ভাবনার নতুন পথ

আরো পড়ুন

পদ্মা সেতু চালু হওপদ্মার বুকে রেলে ঢাকা-যশোর, সম্ভাবনার নতুন পথয়ার পর দেশের দক্ষিন অঞ্চলের সাথে ঢাকার যোগাযোগ অনেকটা সহজ হয়েছে। কমেছে মানুষের যাতায়াতের ভোগান্তি। সেই অগ্রযাত্রায় নতুন মাত্র যোগ হযেছে রেল যোগাযোগ। এই রেল যোগাযোগের মাধ্যমে যশোর অঞ্চলের ব্যবসা বানিজ্যে আসবে বৈপ্লবিক পরিবর্তন।

ব্যবসায়ী নেতারা বলছেন, রেল ব্যবস্থা চালু হলে সময়ের পাশাপাশি অর্থনৈতিক পরিবর্তন আসবে যশোর অঞ্চলের মানুষের। কৃষকরা বলছে, রেল চালু হলে সবজি আমদানিতে কমবে খরচ। এতে তাদের লাভ বেশি হবে। তবে শুধু সবজিতেই নয় মৎস খাতেও পাবে এর সুফল।

যশোর ঝিকরগাছা উপজেলা গদখালি ফুলচাষি আফসার উদ্দিন বলেন, ঢাকার সাথে আমাদের রেল যোগাযোগ হলে সময় ও নাম মাত্র খরচে ফুল পাঠাতে পারবো। এতে আমরা লাভোবান হবো। জালাল উদ্দিন নামে আর এক ফুল চাষি বলেন, আমাদের যাতায়েত খরচ কমবে। দেশের বড় বড় ব্যবসায়ীরা আসবে আমাদের ফুল কিনতে। একই সাথে ফুলের রাজ্যে দশনার্থী বাড়বে।’

চাঁচড়ার ভাই ভাই মৎস্য খামার ও হ্যাচারি মালিক ইব্রাহিম খলিল বলেন, আমাদের মাছ ও মাছে পোনা দেশের বিভিন্ন জেলাতে পাঠাতে হয়। অনেক সময় পরিবহনের কারণে মাছের পোনা মারা যায়। রেল যোগাযোগ থাকলে অল্প সময়ে ও নিরাপদে মাছ পাঠাতে পারবো। এতে ব্যবসা সুফল আসবে।

যশোর চেম্বার অব কমার্স সদস্য হুমায়ুন কবির কবু বলেন, যশোর শহরের প্রাচীন রেল স্টেশন যশোর যংশন। এ স্টেশনের সাথে বেনাপোল দিয়ে ভারতে যাতাযাতের রয়েছে যোগাযোগ ব্যবস্থা। তবে এ অঞ্চলের কৃষিখাতে ও রয়েছে দেশব্যাপি সুনাম। দেশের প্রায় শিংহভাগ চাহিদা মেটায় যশোর অঞ্চলের কৃষিখাত। এই অঞ্চলের চাহিদা মিটিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে যায় এখানকার সবজি, ফুল ও মৎস। এখানে রয়েছে বেনাপোল বন্দর, নৌয়াপাড়া নৌ বন্দর ও বসুন্দিয়া বাজার। যেখানে গ্রীষ্মকালীন ফল নারকেল, কাঠালসহ বিভিন্ন ধরণের ফলের মোকাম রয়েছে। পদ্মা সেতু দিয়ে যশোরে রেল চালু হলে অরো সমৃদ্ধ হবে অঞ্চল। আসবে ব্যবসার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন। তিনি আরও বলেন, রেল ব্যবস্থায় যাতায়াতের পাশাপাশি ব্যবসায়ীদের পন্য পরিবহণে খরচ কমে। এত ভোক্তা পর্যায়ে পাবে সুফল।

যশোর স্টেশন মাস্টার আয়নাল হাসান বলেন, যশোর থেকে ঢাকার দূরত্ব অনেকটাই কমে আসবে। যশোর থেকে ঢাকা পদ্মা সেতু দিয়ে যাতায়াতে দূরত্ব কমবে ৫২ কিলোমিটার। এতে মানুষের দূর্ভোগ কমবে।’

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ