ব্রাজিল ও সৌদি ক্লাব আল হিলালের তারকা ফুটবলার নেইমারের প্রেমিকা ব্রুনা বিয়ানকার্ডি ও তার সদ্যোজাত মেয়ের বাড়িতে হামলা হয়েছে। তবে তারা অল্পের জন্য রক্ষা পেয়েছেন।
গতকাল মঙ্গলবার (৭ নভেম্বর) রাতে সাও পাওলোর বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। সে সময় বাড়িতে ব্রুনার মা-বাবা ছিলেন। নেইমারের মেয়ে এবং ব্রুনা সেখানে ছিলেন না।
অস্ত্রধারী দুষ্কৃতিকারীরা বাড়িতে ঢুকে ব্রুনা ও তার মেয়েকে খোঁজাখুঁজি করে। তাদের না পেয়ে লুটপাট চালায় তারা। ব্রুনার মা-বাবাকে কোনো আঘাত করেনি দুষ্কৃতিকারীরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সিসিটিভির ফুটেজে দেখা দুষ্কৃতকারীদের একজনকে গ্রেফতার করেছে। বাকি দুজনকেও গ্রেফতারের চেষ্টা চলছে।
পুলিশ জানায়, হামলাকারীরা বাড়ি থেকে ঘড়ি, গহনা এবং বেশ কিছু ব্যাগ নিয়ে পালিয়েছে।
এ ঘটনায় নেইমার ও তার পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি।