নির্বাচন কমিশন সচিবকে মুখপাত্র নিয়োগ, অন্যদের গণমাধ্যমে কথা বলার নিষেধাজ্ঞা

আরো পড়ুন

নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলমকে কমিশনের মুখপাত্র নিয়োগ করা হয়েছে। এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে ইসি।

রোববার (৫ নভেম্বর) ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এ আদেশ জারি করেন।

আদেশে বলা হয়, নির্বাচন কমিশন (কার্যপ্রণালী) বিধিমালা, ২০১০ এর বিধি ১১ (৩) এর আলোকে কমিশনের মুখপাত্র হিসেবে গণমাধ্যমের প্রতিনিধিগণকে ব্রিফ দেওয়ার জন্য ইসি সচিবালয়ের সচিবকে কমিশন কর্তৃক মনোনীত করা হয়েছে।

নির্বাচন কমিশনের প্রতিনিধি হিসেবে সচিব, নির্বাচন কমিশন সচিবালয় গণমাধ্যমকে ব্রিফিং করবেন এবং তিনি কমিশনের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।

অফিস আদেশের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, সব মন্ত্রণালয়/বিভাগে সচিব, মহাপুলিশ পরিদর্শক, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সবাইকে পাঠানো হয়েছে।

এই আদেশের ফলে ইসি সচিব ছাড়া ইসির অন্য কোনো কর্মকর্তা বা কর্মচারী গণমাধ্যমে কথা বলতে পারবেন না।

ইসির এই সিদ্ধান্তের লক্ষ্য হলো নির্বাচনের প্রচারণার সময় গণমাধ্যমে তথ্যের স্বচ্ছতা ও সমতা নিশ্চিত করা।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ