চিত্রনায়ক সালমান শাহের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা সালমান শাহ হত্যার ন্যায় বিচার দাবি করেন।
বক্তারা বলেন, সালমান শাহের হত্যা মামলা নিয়ে একটি মহল ষড়যন্ত্র করেছে। নিজেদেরকে রক্ষা করতে পরিকল্পিত হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার অপচেষ্টা করছে। সালমান শাহের ভক্তরা তা মেনে নেবেনা। এছাড়া ঘটনাটি পুনরায় তদন্তের দাবি জানান যশোরের ভক্তরা।
মানববন্ধনে বক্তব্য দেন সালমান শাহ ভক্ত জাহিদ আহমেদ লিটন, মিনা বিশ্বাস, ইমরান হাসান টুটুল, ফারুক হোসেন, আরিফ খান জয়সহ আরও অনেকে। সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন কাঠেরপুল যুব সংঘের পরিচালক শিমুল ভূইয়া।