নড়াইল সদরে জয়ন্ত ভদ্র জয় নামের এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার নড়াইল-মাইজপাড়া সড়কের হাজীর বটতলায় এ হামলার ঘটনা ঘটে। হামলার শিকার জয়ন্ত ভদ্র চন্ডিবরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, জয়ন্ত ও শরিফুল নামের তার এক সহযোগী নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়ন থেকে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথে নড়াইল-মাইজপাড়া আঞ্চলিক সড়কের হাজীর বটতলা এলাকায় আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন তাদের গতিরোধ করেন। এসময় জয়ন্তকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যান তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেন। চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে জয়ন্তকে উন্নত চিকিৎসার জন্য যশোর পঙ্গু হাসপাতালে রেফার করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ হামলা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
হামলার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় সূত্র জানায়, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ হামলা হতে পারে। জয়ন্ত ভদ্র চন্ডিবরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি ইউনিয়ন ছাত্রলীগের নেতৃত্বে থাকার জন্য বেশ কয়েকজনের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন বলে জানা গেছে। এ দ্বন্দ্বের জের ধরেই এ হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ হামলা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।