নওয়াপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তালতলা হাটের খাস জমি দখলদারদের উচ্ছেদ পূর্বক হাট পুনরায় স্থাপনের দাবীতে স্মারকলিপি

আরো পড়ুন

যশোরের নওয়াপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তালতলা হাটের খাস জমি দখলদারদের উচ্ছেদ পূর্বক তালতলাহাট পুনরায় স্থাপনের জন্য জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদারের কাছে স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী। গতকাল রোববার দুপুরে তারা এ স্মারকলিপি প্রদান করেন।

অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তালতলা হাট নামক স্থানে বিগত ৩০০ বছর পূর্ব থেকে হাট ব্যবস্থা কার্যকর ছিল। সেই মোতাবেক সরকার হাটের জমি দুর্গাপুর মৌজার অন্তরভুক্ত করেন। উক্ত খাস জমিতে ৩ নং রাজঘাট ইউনিয়ন ভবন এবং ফায়ার সার্ভিসের কার্যক্রম ভালতলা হাটে ছিল। কতিপয় ভ‚মিদস্যু যথাক্রমে আকরাম সরদার সরদার, জাহিদুল সর্দার, শহিদুল সরদার পিতা সৈয়দ আলী সরদার, জাহানারা বেগম, স্বামী হাসান আলী সিরাজকাটি, নওয়াপাড়া পৌরসভা, অভয়নগর, যশোর। অবৈধভাবে সরকারি জমি এবং তালতলা হাটকে বন্ধ করে দূর্গাপুর ১নং মৌজার রে: সা: নং-২৯৪৭নং ২৯ দাগ- ১.২৪ শতক, ৩০দাগ- ১৮শতক, ৩৩দাগ-৭শতক, ৩৩ দাগ – ৭শতক, ৩৪ দাগ-৫শতক ৩৬ দাগ ২০ শতক, ১৯শতক, ৪০ দাগ-১৩ শতক, ৪১ দাগ- ১২ শতক মোট ২শত ৬০ শতক খাস জমি জবর দখল করে অবৈধ ভাবে বালি, সারের ব্যবসা করছে ও অবৈধ ভাবে বসবাস করছে। অথচ তালতলা বাজার রেললাইনের জায়গায় চলমান আছে রেল কর্তৃপক্ষ ঘোষণা অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ফুলতলা থেকে যশোর পর্যন্ত ডাবল লাইন করার সমীক্ষা সম্পন্ন হয়েছে। সয়েল টেস্ট পর্যায়ে আছে। তাছাড়া রেল লাইনের পার্শ্ববর্তী তালতলা বাজারটি জনগণের জন্য ঝুঁকিপূর্ণ বিগত দিনে অনেক মানুষের আহত হওয়া সহ অনেক মানুষের প্রানহানির ঘটনা ঘটেছে। যার ফলস্বরুপ এখানে বসবাস অযোগ্য হয়ে পড়েছে মানুষের জন্য। উক্ত খাস জমি দখলদার উচ্ছেদ পূর্বক ঐতিহাসিক ডানতলা হাট বাস্তবায়নের আসুব্যবস্থা গ্রহণ করার দাবী জানান।

স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন নওয়াপাড়া পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল ইসলাম রেজা ফারাজী, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, এলাকাবাসীর পক্ষে বায়জিদ খান মিঠুন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ