নির্বাচন কমিশন (ইসি) আগামীকাল বুধবার (১৫ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে।
ইসি সচিব মো. জাহাংগীর আলম মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘নভেম্বরের প্রথমার্ধে তফসিল দেওয়ার কথা ইতোমধ্যে কমিশন জানিয়েছে। আগামীকাল সকাল ১০টায় ব্রিফিংয়ের মাধ্যমে তফসিল ঘোষণার বিষয়টি জানানো হবে।’
তফসিল ঘোষণা অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ভাষণটি বিটিভি ও বেতারে সন্ধ্যায় সম্প্রচার করা হবে।
ইসি সচিব বলেন, ‘১৯৭০ পরবর্তী যতগুলো নির্বাচনের তফসিল হয়েছে, সিইসি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অবহিত করেছেন। এবারও সেটাই হবে।’
যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু দলগুলোকে সংলাপের জন্য চিঠি দিয়েছেন। তফসিল ঘোষণায় এর কোনো প্রভাব পড়বে কি না? এ প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘না। কোনো প্রভাব পড়বে না।’