দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বেনাপোলে পিমা সিকিউরিটির ইনচার্জ বরখাস্ত

আরো পড়ুন

আবু সাঈদ শান্ত, বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ

যশোরের বেনাপোল স্থল বন্দরের পিমা সিকিউরিটি কোম্পানির ইনচার্জ মিজানুর রহমানকে বিভিন্ন অনিয়মের অভিযোগে বরখাস্ত করা হয়েছে। পিমা চুক্তির মাধ্যমে একটি বেসরকারি নিরাপত্তা কর্মী সাপ্লায়ার প্রতিষ্ঠান। মূলত এখান থেকেই বেনাপোল বন্দর কর্তৃপক্ষ নিরাপত্তার জন্য কিছু সংখ্যক  নিরাপত্তা কর্মী নিয়োগ দিয়েছেন।

এস এম আবু মুহিদ ম্যানেজার বিজনেস ডেভেলপমেন্ট স্বাক্ষরিত একটি বরখাস্ত চিঠি পরিচালক ট্রাফিক বেনাপোল স্থলবন্দর বরাবর পাঠানো হয়েছে। বন্দর কর্তৃপক্ষ চিঠিটা রবিবার গ্রহণ করেছেন বলেও বিষয়টি নিশ্চিত করেছেন বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ রেজাউল করিম।

কয়েকজন পিমা সিকিউরিটি কর্মীর সাথে কথা বলে জানা যায়,

মিজানুর রহমান পিমা সিকিউরিটির সংস্থার ইনচার্জ হিসেবে বেনাপোল বন্দরে যোগদান করার পরপরই টাকার বিনিময়ে জনবল নিয়োগ, পছন্দমত গেটে ডিউটি দেওয়ার মাধ্যমে ঘুষ বাণিজ্য, ছুটি দিয়ে বেতন কেটে রাখা, ঈদ-পূজার বোনাস ভাতা কম দেওয়া, বেতন দেওয়ার সময় বকসিস এর নামে ঘুষ আদায় সহ তাঁর বিরুদ্ধে রয়েছে বিভিন্ন অনিয়মের অভিযোগ। এসকল অভিযোগর কারণে তাকে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।

তাঁর বরখাস্তের খবর বন্দর এলাকায় ছড়িয়ে পরার পর পিমা সিকিউরিটির সাধারণ সদস্যদের মধ্যে আনন্দ উল্লাস মেতে উঠেছে। রক্ষা পেয়েছেন ঘুষ বানিজ্যের হোতা মিজানের হাত থেকে।

তাদের আশা এবার পুরো বেতন ভাতা তারা বাড়িতে নিয়ে যেতে পারবে।

এ ব্যাপারে বেনাপোল স্থল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ রেজাউল করিম বলেন, পিমা সিকিউরিটি সংস্থা ইনচার্জ মিজানুর রহমান এর বরখাস্ত চিঠি পেয়েছি। তার অনিয়ম গুলো খতিয়ে দেখা হবে।

বতর্মানে উক্ত পদে দায়িত্ব পালন করছেন সুপারভাইজার মোঃ মনিরুজ্জামান।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ