থার্ড টার্মিনাল উদ্বোধন; আ. লীগের জনসমাবেশ স্থগিত

আরো পড়ুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের উদ্বোধন উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত জনসমাবেশ স্থগিত করা হয়েছে।

অতিবৃষ্টির কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জনসমাবেশ স্থগিত করা হয়েছে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়।

শনিবার (৭ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের উদ্বোধন হবে। নবনির্মিত এই থার্ড টার্মিনালের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই থার্ড টার্মিনালের উদ্বোধন উদযাপন উপলক্ষে এই দিন বিশাল জনসমাবেশের আয়োজন করেছিল আওয়ামী লীগ।

শুক্রবার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, অতিবৃষ্টির জন্য কর্মীদের দুর্ভোগ ও সমর্থকদের বিড়ম্বনার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবারের (৭ অক্টোবর) কাওলা সিভিল এভিয়েশন মাঠের বিশাল জনসমাবেশ স্থগিতের নির্দেশ দিয়েছেন। সমাবেশটি আগামী ১৪ অক্টোবর বিকেলে একই স্থানে অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ