তোফায়েল আহমেদের জামাতা চৌগাছা-২ আসনে নৌকার কান্ডারি হতে চান

আরো পড়ুন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ঢাকা স্কয়ার হসপিটালের কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট এবং ঝিকরগাছা দৌলতুন্নেছা-ওহাব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. তৌহিদুজ্জামান তুহিন। তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের একমাত্র জামাতা।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোরের দ্বিতীয়তলা অডিটোরিয়ামে সংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় নৌকা মার্কা নিয়ে নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এসময় ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক আব্দুল্লা আল মামুন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাজ্জাদ নুরুল হক বিন্তু, উপজেলা যুবলীগ নেতা আব্দুল বারীক, উপজেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক মোতালেব, জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম বাপ্পিসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ডা. তৌহিদুজ্জামান তুহিন বলেন, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রচার প্রচারণা চালাচ্ছি। আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়নের চিত্র জনসাধারণের মধ্যে তুলে ধরছি। মরহুম বাবা-মায়ের নামে প্রতিষ্ঠিত দৌলতুন্নেছা-ওহাব ফাউন্ডেশনে বীরমুক্তিযোদ্ধা, দুঃস্থ, এতিম, অস্বচ্ছল, অসহায়, প্রতিবন্ধী ও জন্মগত হৃদরোগীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছি।

তিনি আরো বলেন, আমি নৌকা মার্কায় নির্বাচিত হতে পারলে এলাকার উন্নয়নের পাশা-পাশি স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করবো।

ডা. তৌহিদুজ্জামান তুহিনের জন্ম ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়ন (বর্তমনে পৌরসভা) এর কীর্তিপুর গ্রামে। জন্মগ্রহণ করেন ১৯৬৯। ঝিকরগাছা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়েছেন পঞ্চম শ্রেণি পর্যন্ত। এরপর পড়েছেন ঝিকরগাছা এম এল পাইলট হাই স্কুলে। স্কুলে পড়াকালীন মৌসুমী বিতর্ক প্রতিযোগিতায় বিভাগীয় চ্যাম্পিয়ন হন। ১৯৮৪ সালে এ স্কুল থেকে চারটি বিষয়ে লেটার নিয়ে এসএসসি পাশ করেন। এরপরের পড়াশুনা চলে ঝিনাইদহ সরকারি কে সি কলেজে। সেখানকার ১৯৮৬ সালে প্রথম শ্রেণীতে চারটি বিষয়ে লেটার নিয়ে এইচএসসি পাশ করেন।

ডা. তৌহিদুজ্জামান তুহিন ঝিনাইদহ সরকারি কেসি কলেজে পড়াকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবের রাজনৈতিক আদর্শে দীক্ষিত হয়ে ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি সেখানে কলেজ শাখার বিজ্ঞান বিষয়ক সম্পাদক ছিলেন। বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজে পড়াকালীন বিভিন্ন সময়ে ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপদেষ্টা ছিলেন। নব্বইর স্বৈরাচার সরকার বিরোধী আন্দোলনের সময় বরিশাল ও ঢাকায় বলিষ্ঠ ভূমিকা পালন করেন। তিনি ১৯৯৬ থেকে ২০১৮ পর্যন্ত পাঁচটি জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ ও ভোলা-২ সংসদীয় আসনে আওয়ামী লীগ প্রার্থী, তোফায়েল আহমেদ এমপির নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ