তামিম পরে ব্যাট করবে এটা বোর্ড বলার অধিকার রাখে না : মাশরাফি

আরো পড়ুন

ক্রিকেট থেকে আপাতত বেশ দূরেই আছেন মাশরাফি বিন মর্তুজা। টাইগার ক্রিকেটের সাবেক অধিনায়ক এখন ব্যস্ত নিজের রাজনৈতিক ক্যারিয়ারে। তবে, দেশের ক্রিকেটের সংকটের সময় ঠিকই দেখা গেল সাবেক এই অধিনায়ককে। জাতীয় দলে থাকাকালে ড্রেসিংরুমের পরিবেশ নিয়ন্ত্রণে তার প্রশংসা শোনা গিয়েছিল বারবার।

গতকাল থেকে মাশরাফিকে আবার ক্রিকেট মঞ্চে দেখা যাচ্ছে তামিমের সুবাদে। এর আগে তামিম ইকবালের আকস্মিক অবসরের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই ওপেনারকে নিয়ে গিয়েছিলেন মাশরাফিই। এবার যখন তামিম ইকবাল বিশ্বকাপের দলে জায়গা পাননি, তখন আরও একবার হাজির সাবেক এই পেসার।

তামিম ইকবাল নিজের সরে আসা প্রসঙ্গে যে অভিযোগ করেছেন, সেই দিক থেকে নিজের মন্তব্যে খানিকটা তামিমের পক্ষই নিলেন সাবেক অধিনায়ক, ‘আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে তামিমকে বলা হয়েছিল সে যেন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ না খেলে কিংবা খেললেও দলের প্রয়োজনে পরে ব্যাট করে। এটা নাকি তাঁকে ক্রিকেট বোর্ডের কোনো একজন ফোন করে বলেছিল। যে কারণে তামিম রিয়্যাক্ট করে। তবে সে (তামিম) কোন পজিশনে ব্যাট করবে, এটা বলার অধিকার ক্রিকেট বোর্ডের কেউ রাখে না। বললে ক্যাপ্টেন কিংবা কোচ বলবে।’

মাশরাফি বলেন, তামিম ম্যানশন করেছে তার বক্তব্যে, ক্রিকেট বোর্ড থেকে যিনি কথা বলেছে, তিনি হয়তো বলেছে তুমি প্রথম ম্যাচে একাদশে থেকো না; থাকলেও নিচের দিকে ব্যাটিং করো। এখানে বেশ কিছু কথা বলার আছে। ’

তামিমকে কবে কোন পরিস্থিতিতে মিডল অর্ডারে খেলার প্রস্তাব দেয়া হয়েছে, তা নিয়েও সমালোচনা ঝরলো মাশরাফির কণ্ঠে, ‘প্রথম হচ্ছে তামিম হয়তো কিছুটা উত্তেজিত হয়ে বলেছে। কিন্তু তার ভিত্তিতে তাকে দলে না রাখা আসলে কেমন হলো, এটা একটা জিনিস। আর দ্বিতীয়টি হচ্ছে তামিমকে এই বিষয়টা কিন্তু যে তুমি প্রথম ম্যাচ খেলো না বা খেললেও নিচে ব্যাটিং করো। আমার যদি ক্রিকেট জ্ঞান বিন্দুমাত্র থাকে, এই জিনিসটা ক্রিকেট বোর্ডের কেউ বলার বিষয় না। এটা বলবে একমাত্র কোচ বা অধিনায়ক বা নির্বাচকরা যিনি যাবেন দলের সঙ্গে। মূল কথা হচ্ছে টিম ম্যানেজমেন্ট বলবে।

তিনি আরো যোগ করেন, টিম ম্যানেজমেন্ট যদি বলেন সেই জিনিসটা বাংলাদেশ থেকে বলতে পারে, দল ঘোষণার পরও বলতে পারে ইন্ডিয়া গিয়ে বসেও বলতে পারতে। ম্যাচের একদিন আগে, দুই দিন আগে যেটা পরিস্থিতি অনুযায়ী বলতে পারত। উইকেট দেখার পর কোচ-অধিনায়ক একটা সিদ্ধান্ত নেয়। কিন্তু সেটা এতো আগে করার কারণটা আসলে কী আমি জানি না। এই প্রশ্নটা আমার কাছে মনে হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ