ড. ইউনূস ইস্যুতে চিঠির প্রতিবাদ বাংলাদেশ অর্থনীতি সমিতির

আরো পড়ুন

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনে চলমান মামলা স্থগিত চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া বিশ্বনেতাদের চিঠির ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি।

সোমবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে এ প্রতিবাদ জানানো হয়।

এতে বলা হয়- সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক সিজিয়ন পিআর নিউজওয়্যারের ওয়েবসাইটে বিভিন্ন দেশের বেশ কয়েকজন নোবেল বিজয়ী, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধি বাংলাদেশের শ্রম আদালতে শ্রমিকদের করা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান মামলা স্থগিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে খোলা চিঠি প্রকাশ করেছেন।

আন্তর্জাতিকভাবে সুপরিচিত ব্যক্তিত্বদের সাধারণ মানুষ তথা শ্রমিকদের করা মামলার বিষয়ে দেশের প্রধানমন্ত্রীর প্রতি এ ধরনের খোলা আহ্বান যে কোনো দৃষ্টিতেই অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও অশোভন। বাংলাদেশ ও আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে সব মানুষই সমান। কেউ অন্যায় করলে তার প্রতিকার ও বিচার চাওয়া যাবে না, এমন দাবি করা যে কোনো সভ্যসমাজের ন্যায়ানুগ বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার পরিপন্থী।

পদমর্যাদা ব্যবহার করে একদল ব্যক্তির বিচার বন্ধের খোলা আহবানকে বাংলাদেশের বিচারব্যবস্থার ওপর সরাসরি হস্তক্ষেপ। এ ঘটনায় সমিতি গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং প্রতিবাদ জানিয়েছে।

বাংলাদেশের সংবিধানের ৯৪ (৪) অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণরূপে স্বাধীনভাবে পরিচালিত হয়ে থাকে। শ্রম কিংবা নিম্ন যে কোনো আদালতের বিচারের রায়ে সংক্ষুব্ধ হলে যে কোনো ব্যক্তি উচ্চ আদালতে যেতে পারেন, আপিল করতে পারেন। কাজেই এ ধরনের চিঠি প্রদানের মাধ্যমে স্বাক্ষরকারী ব্যক্তিবর্গ বাংলাদেশের স্বাধীন বিচারব্যবস্থার ওপর অন্যায়ভাবে হস্তক্ষেপ করেছেন। এ ছাড়া চিঠিতে বাংলাদেশের গণতন্ত্র, নির্বাচন ও অভ্যন্তরীণ বিষয়ে যে ধরনের ভিত্তিহীন মন্তব্য করা হয়েছে, তা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের শামিল।

মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদের রক্তে অর্জিত স্বাধীন বাংলাদেশের মানুষ দেশের অভ্যন্তরীণ বিষয়, স্বাধীন বিচারব্যবস্থার ওপরে অযাচিত হস্তক্ষেপ এবং গরিব মেহনতি শ্রমিকদের ন্যায্য অধিকারের পরিপন্থি বহির্বিশ্বের যে কোনো কর্মকাণ্ডকে কখনোই গ্রহণযোগ্য বলে মনে করে না।

মহান মুক্তিযুদ্ধের চেতনায় দৃঢ়ভাবে বিশ্বাসী বাংলাদেশের সাড়ে চার হাজার অর্থনীতিবিদের একমাত্র পেশাজীবী সংগঠন বাংলাদেশ অর্থনীতি সমিতি দেশের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে করা এ ধরনের অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও অন্যায্য কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকতে আহবান জানিয়েছে এবং অশোভন খোলা চিঠিটি প্রত্যাহার করে দুঃখ প্রকাশের আহবান জানিয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ