ডিবি পরিচয়ে লোকজনকে তুলে নেওয়ার অভিযোগে ডিবিপ্রধানের সতর্কতা

আরো পড়ুন

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ বলেছেন, গোয়েন্দা সংস্থার পরিচয়ে কাউকে গ্রেপ্তার করা হলে ডিবি বা সংশ্লিষ্ট থানাকে জানাতে হবে। তিনি বলেন, “ডিবির নাম ব্যবহার করে বিভিন্ন স্থান থেকে লোকজনকে তুলে নেওয়া হচ্ছে। এতে আমাদের ডিবি সদস্যদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। তাই এ ধরনের অভিযোগ পেলে ডিবিপ্রধানের দপ্তরে যোগাযোগ করতে হবে।”

রবিবার (১৯ নভেম্বর) দুপুরে মিন্টু রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ডিবিপ্রধান বলেন, “আমাদের ডিবি সদস্যরা যদি কাউকে আটক করে সেটি আইনসম্মত প্রক্রিয়ায় করা হয়। তারা আইডি কার্ড ঝুলিয়ে থাকে এবং ডিবির আধুনিক ড্রেস পরে থাকে। এছাড়া কেউ ডিবির পরিচয় দিলে বিশ্বাস করবেন না। সাদা পোশাকে ডিবির নাম ব্যবহার করে তুলে নেওয়ার অভিযোগ পেলে ডিবিপ্রধানের দপ্তরে যোগাযোগ করতে হবে।”

তিনি বলেন, “আমরা এ ধরনের অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করব। অনেক সময় অপরাধীরা অপহরণের উদ্দেশ্যে ডিবির নাম ব্যবহার করে। এতে সাধারণ মানুষ ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ে। তাই এ ধরনের অভিযোগ পেলে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ব্যবস্থা গ্রহণ করব।”

ডিবিপ্রধানের দেওয়া সতর্কতাগুলো হলো:

  • গোয়েন্দা সংস্থার পরিচয়ে কাউকে গ্রেপ্তার করা হলে ডিবি বা সংশ্লিষ্ট থানাকে জানাতে হবে।
  • ডিবি সদস্যরা আইডি কার্ড ঝুলিয়ে থাকে এবং ডিবির আধুনিক ড্রেস পরে থাকে। এছাড়া কেউ ডিবির পরিচয় দিলে বিশ্বাস করবেন না।
  • সাদা পোশাকে ডিবির নাম ব্যবহার করে তুলে নেওয়ার অভিযোগ পেলে ডিবিপ্রধানের দপ্তরে যোগাযোগ করতে হবে।

ডিবিপ্রধানের এই সতর্কতায় সাধারণ মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে। তারা আশা করছেন, এ ধরনের অভিযোগের সংখ্যা কমে আসবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ