ডিজিটাল প্লাটফর্মকে কাজে লাগিয়ে নির্বাচনী প্রচারণা চালানোর প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। পাশাপাশি বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডও তুলে ধরা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী কবির বিন আনোয়ার।
বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট কর্নার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
কবির বিন আনোয়ার বলেন, এই কর্নার থেকে প্রতিটি উপজেলা তথা ইউনিয়ন পর্যায়ে কিছু নারী-পুরুষ তৈরি করা হচ্ছে। যারা অনলাইন প্লাটফর্মে নৌকার পক্ষে ক্যাম্পেইন করবে। তিনবারের মতো এবারও বাংলাদেশের জনগণ শেখ হাসিনার পক্ষেই রায় দেবেন।