ডিএমপি‘র মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৯

আরো পড়ুন

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ সময় গ্রেফতারদের কাছে থেকে মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এছাড়া ডিএমপির বিভিন্ন থানায় গ্রেফতারদের বিরুদ্ধে ৪০টি মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল ছয়টা থেকে আজ (বৃহস্পতিবার) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে থেকে থেকে ১২ হাজার ৪২৪ পিস ইয়াবা, ১১১ কেজি ২০ গ্রাম ১০ পুরিয়া গাঁজা, ১৯.৫ গ্রাম হেরোইন, ৭ বোতল ফেনসিডিল ও ২ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ