ট্রেনের সঙ্গে পুলিশের গাড়ির সংঘর্ষে ৩ কনস্টেবল নিহত, মামলা

আরো পড়ুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশ ভ্যান ও ট্রেনের সংঘর্ষে তিন কনস্টেবল নিহতের ঘটনায় রেলওয়ে থানায় মামলা করা হয়েছে। ওই এলাকায় দায়িত্বরত গেটম্যান মাহমুদ হাসান দীপুকে আসামি করে মামলাটি করা হয়।

রবিবার (২৭ আগস্ট) রাতে সীতাকুণ্ডের ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) সামিউর রহমান বাদী হয়ে মামলাটি করেন।

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম জানান, ট্রেন দুর্ঘটনায় তিন পুলিশ সদস্য নিহতের ঘটনায় রাতেই মামলা রুজু করা হয়েছে। মামলায় গেটম্যানের কর্তব্যে অবহেলার অভিযোগ আনা হয়।

এর আগে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসন ও রেলওয়ের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। দুই তদন্ত কমিটিকেই আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

রবিবার (২৭ আগস্ট) দুপুরে পুলিশের ভ্যান সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় রেলক্রসিং অতিক্রম করার সময় ঢাকা থেকে চট্টগ্রামের দিকে ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে মিজান (৩৪), হোসেন (২৯) ও ইস্কান্দার (২৮) নামে তিন পুলিশ সদস্য নিহত হন। তারা সীতাকুণ্ড থানায় কর্মরত ছিলেন। এ ঘটনায় আহত হন আরো তিন জন।

তারা হলেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ শাহাদাত হোসেন, এসআই সুমন শর্মা (৩২) পিকআপ ভ্যানচালক কনস্টেবল সমর (২৬)।

পুলিশের ভ্যানটি টহল ডিউটিতে ছিল। রেল ক্রসিং পার হওয়ার সময় সেখানে কর্তব্যরত গেটম্যান না থাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ