ট্রাকসেলে পিয়াজ ৫০ টাকায়, আলু ৩৫ টাকায়

আরো পড়ুন

রাজধানী ঢাকায় আগামীকাল মঙ্গলবার থেকে ট্রাকসেলে পিয়াজ ৫০ টাকা এবং আলু ৩৫ টাকা দরে বিক্রি করা হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ তথ্য জানিয়েছেন।

সচিবালয়ে সোমবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, টিসিবির কার্ডের মাধ্যমে ঢাকাতে ১৩ লাখ পরিবারকে ন্যায্য মূল্যে পণ্য দেওয়া হচ্ছে। এর পাশাপাশি মঙ্গলবার থেকে ঢাকাতে ২৫ থেকে ৩০টি ট্রাকে সেলে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা হবে। এতে নতুন করে আরও ৯ হাজার পরিবার যোগ হবে। প্রতিটি ট্রাকে ৩০০ জন এই পণ্যগুলো পাবে। শুক্র ও শনিবার বাদে প্রতিদিন বিক্রি হবে। তবে বিভিন্ন দিন বিভিন্ন স্থানে বিক্রি হবে।

তিনি বলেন, ট্রাকসেলে যে কেউ ২ কেজি ডাল, আলু, পিয়াজ, ২ লিটার সয়াবিন তেল নিতে পারবে। চিনি পাওয়া গেলে দেওয়া হবে। এতে প্রতি কেজি ডাল ৬০ টাকা, সয়াবিন তেল ১০০ টাকা লিটার, পিয়াজ ৫০ টাকা এবং আলু ৩০ টাকা কেজি দরে দেওয়া হবে।

সচিব বলেন, সরকার ভর্তুকি মূল্যে এসব পণ্য দিচ্ছে। প্রতিটি পণ্য অর্ধেক দামে দেওয়া হয়। আজ থেকে সারা দেশে জেলা প্রশাসকরা ৩৫ টাকা কেজি দরে আলু বিক্রি কার্যকর করবে।

তিনি বলেন, দেশে পণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরকারের নানা পদক্ষেপের ফলে পণ্যের দাম কমছে। পিয়াজের দাম কমতে শুরু করেছে। আগামীতে আরও কমবে বলে আশা করা হচ্ছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ