ঝিনাইদহে ডেঙ্গুজ্বরে প্রথম মৃত্যু

আরো পড়ুন

ঝিনাইদহে দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গুজ্বরে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহ সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এছাড়া চিকিৎসাধীন অবস্থায় মানিক শেখ (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে। মানিক শেখ শৈলকুপা উপজেলার দিগনগর গ্রামের দবির শেখের ছেলে।

বুধবার (৩০ আগস্ট) সকালে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মানিক শেখ মারা যান। তিনি দুই দিন যাবত চিকিৎসাধীন ছিলেন। জেলার কোনো হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এটিই প্রথম মৃত্যু।

জেলার সিভিল সার্জন ডা. শুভ্রা রানী দেবনাথ জানান, মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার ছয় উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ২৫ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালগুলোতে ৫৩ জন রোগী ভর্তি রয়েছে। এ নিয়ে এ বছর জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫০৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৫৫ জন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ