ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ‘মা’ ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে এবার শুরু হয়েছে জাটকা আহরণের নিষেধাজ্ঞা। দেশের ইলিশ সম্পদ উন্নয়নে জাটকা সংরক্ষণে ১ নভেম্বর থেকে আগামী ৩০ জুন পর্যন্ত নদীতে এই নিষেধাজ্ঞা চলবে। এই আট মাসে জাটকা আহরণ, পরিবহন, মজুদ এবং বিক্রয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে কোস্টগার্ড।
সোমবার (৬ অক্টোবর) সকালে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা বলেশ্বর নদের ইলিশ অভয়াশ্রম থেকে পশুর ও মোংলা নদীতে অভিযান শুরু করেছে। এই অভিযানে কোস্টগার্ড সদস্যরা জাটকা আহরণের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার তারেক আহমেদ বলেন, ইলিশ বাংলাদেশের একটি জাতীয় সম্পদ। দেশের অর্থনৈতিক উন্নয়নে ইলিশের ভূমিকা অপরিসীম। জাটকা ইলিশ রক্ষায় সরকারের কঠোর সিদ্ধান্ত বাস্তবায়নে কোস্টগার্ড পশ্চিম জোন সকল স্টেশন, আউটপোস্ট সমূহে টহল কার্যক্রম পরিচালনা করছে। জাটকা আহরণ, পরিবহন, মজুদ এবং বিক্রয়ের বিরুদ্ধে যেকোনো অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, অবরোধের মধ্যেও কোস্টগার্ড পশ্চিম জোনের আওতাধীন এলাকার নদী বন্দর সমূহে নৌযান চলাচল স্বাভাবিক রাখতে লঞ্চ, খেয়া, ফেরি ঘাট সমূহে নিরাপত্তা টহল প্রদান করা হচ্ছে। সন্দেহজনক ব্যক্তি ও বোট, নৌযানে তল্লাসী করা হচ্ছে।
কোস্টগার্ডের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন ইলিশ সংরক্ষণে কাজ করা সংগঠনগুলো। তারা আশা করছেন, এই অভিযানের ফলে জাটকা আহরণের হার কমে আসবে এবং ইলিশ সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।