বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে টানা বৃষ্টিপাতে চট্টগ্রামে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সেই জলাবদ্ধ সড়কে ডুবে নিপা পালিত (২১) নামে এক কলেজছাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
সোমবার (৭ আগস্ট) সকালে উপজেলার নন্দিরহাট ইসলামিয়াহাট বাদামতল এলাকায় এ ঘটনা ঘটে।
নিপা ইসলামীয়া হাট বাদামতল এলাকার উত্তম পালিতের মেয়ে। সে হাটহাজারী কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে তলিয়ে যায় হাটহাজারী উপজেলাসহ চট্টগ্রামের বিভিন্ন সড়ক। সোমবার সকালে সেই সড়ক পার হতে গিয়ে পানিতে ডুবে নিপার মৃত্যু হয়।
চট্টগ্রাম হাটহাজারী সরকারি কলেজের শিক্ষক আবু তালেব বলেন, সকালে দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য হেঁটে কলেজে যাচ্ছিল নিপা। যাওয়ার সময় সড়কের পাশের ড্রেনে পড়ে যান। শুনেছি নিপা মৃগী রোগী ছিল, যে কারণে ড্রেন থেকে আর উঠতে পারেনি। পরে সেখানেই তার মৃত্যু হয়েছে।
হাটহাজারী থানার ওসি মনিরুজ্জামান বলেন, সকালে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় নিপা নামে এক ছাত্রী পানিতে ডুবে মারা গেছেন। পরিবার জানিয়েছে, তিনি মৃগী রোগী ছিলেন। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।