ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে হত্যার অভিযোগ

আরো পড়ুন

কুমিল্লার গোবিন্দপুরে ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (২৮ আগস্ট) বিকেলে রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম জাহিদ (৩৫)। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক। অভিযুক্ত ছোট ভাইয়ের নাম মাসুম ওরফে বিচ্ছু।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক সেবনসহ বিভিন্ন কারণে বড় ভাই জাহিদের কাছে প্রায়ই টাকা চাইতেন মাসুদ। এ কারণে তাদের মধ্যে বিরোধ চলছিল। এই সূত্র ধরে সোমবার দুজন বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে বড় ভাই জাহিদকে ছুরি দিয়ে আঘাত করেন মাসুম। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে ছোট ভাই পলাতক রয়েছেন।

নিহতের মেয়ে সনিয়া আক্তার সুমাইয়া বলেন, সম্পত্তি নিয়ে বাবা ও কাকার মাঝে প্রায়ই ঝগড়া হতো। সোমবার আমি অফিসে (কুমিল্লা ইপিজেড) থাকাকালে স্থানীয়রা আমাকে কল করে জানান, কাকা আমার বাবাকে মেরে ফেলেছে। এসে দেখি বাবার লাশ পড়ে আছে।

কুমিল্লা সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) রকিবুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ