রাজধানীর ঢাকার হাজারীবাগ এলাকায় একটি ১০তলা আবাসিক ভবনের ছাদ থেকে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রবিবার (৮ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত ওই শিক্ষার্থীর নাম মীর জাওয়াদ। তিনি ঢাবির উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী । পরিবারের সঙ্গে ওই ভবেনর একটি ফ্ল্যাটে থাকতেন জাওয়াদ।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ১২টার দিকে মুমূর্ষু অবস্থায় স্বজনরা জাওয়াদকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের কোনো অভিযোগ না থাকায় হাজারীবাগ থানা পুলিশ মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করেছে বলে জানান বাচ্চু মিয়া।
জাওয়াদের বাবা মীর জসিম উদ্দিন জানান, রাত ১০টার দিকে জাওয়াদ তাদের বাসার ছাদে যান। এরপর হঠাৎ তারা ভবনের ছাদ থেকে জাওয়াদের পড়ে যাওয়ার খবর পান। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।