যশোরের চৌগাছায় বিচালি কাটা মেশিনে বিদ্যুতায়িত হয়ে ছেলে শিমুল হোসেনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার পিতা গুরুতর আহত হয়েছেন।
রবিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার চৌগাছা ইউনিয়নের লস্করপুর গ্রামে এ ঘটনা ঘটে।
চৌগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লস্করপুর গ্রামের বাসিন্দা আবুল কাশেম ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন।
প্রত্যাক্ষদর্শীরা জানান, রবিবার সকালে লস্করপুর গ্রামের জাহাঙ্গীর আলম ও তার ছেলে শিমুল হোসেন বিচালি কাটা মেশিনে বিচালি কাটছিল। হঠাৎ মেশিনটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে শিমুল বিদ্যুতায়িত হয়ে পড়লে তাকে বাচাতে গেলে জাহাঙ্গীর আলমও বিদ্যুৎস্পৃষ্ট হন। প্রতিবেশিরা তাদেরকে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক তানভীর হাসান শিমুলকে মৃত ঘোষণা করেন এবং জাহাঙ্গীর আলমকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। চিকিৎসক বলেন, জাহাঙ্গীর আলমের অবস্থাও আশঙ্খাজনক।
চৌগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম জানান, জাহাঙ্গীর আলমের একমাত্র পুত্র শিমুল হোসেন। শিমুল সিংহঝুলি আলিম মাদরাসায় কিছুদিন লেখাপড়া করেছিল। তার এই অকাল মৃত্যু এলাকাবাসী কিছুতেই মেনে নিতে পারছে না। জাহাঙ্গীরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার শারীরিক অবস্থাও খারাপ।