চৌগাছায় বাসের ধাক্কায় পথচারী আহত, শিক্ষককে মারধর

আরো পড়ুন

যশোরের চৌগাছায় বাসের ধাক্কায় এক পথচারী আহত হয়েছেন। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে বাস শ্রমিকদের বিরুদ্ধে মামলা হয়েছে।

শনিবার সকালে চৌগাছা উপজেলা শহরের যশোর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহত পথচারীর নাম মো. মফিজুর রহমান (৬০)। তিনি উপজেলার বারগাঁও গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মফিজুর রহমান সকালে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন। এ সময় যশোর থেকে আসা একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

এ সময় ঘটনাস্থলে থাকা চৌগাছা উপজেলার এ বি সি ডি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক আবদুল মাজিদ বাসের ছবি তোলেন। এতে ক্ষিপ্ত হয়ে বাসের শ্রমিকরা মাজিদকে মারধর করেন। এ সময় তার পকেটে থাকা নগদ এক লাখ টাকাও ছিনিয়ে নেন।

আহত মফিজুর রহমান ও মাজিদকে স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে বাস শ্রমিকদের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযান চালিয়ে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ