চুয়াডাঙ্গার জীবননগরে পুলিশের মাদক বিরোধী অভিযানে সাকিব হোসেন (২০) নামের এক যুবকে আটকের পর হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পরে পলাতক ওই যুবকের বড় ভাই আকিব হোসেনকে আটক করা হয়। তবে ছোটভাইয়ের কাছ থেকে হাতকড়া নিয়ে ফেরত দিলে তাকে ছেড়ে দেওয়া হয়।
গতকাল শুক্রবার (১০ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী গ্রামের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। তবে বিষয়টি অস্বীকার করেছেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান।
এলাকাবাসী জানান, গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ধোপাখালী দক্ষিণপাড়ার পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে ফেন্সিডিলসহ সাকিব হোসেনকে আটক করে হাতকড়া পরিয়ে দেন পুলিশ।
সুযোগ বুঝে হাতকড়া নিয়ে পালিয়ে যায় সে। পুলিশ তাকে খুঁজে না পেয়ে তার বড়ভাই আকিব হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে আকিব হোসেনকে ছাড়িয়ে নেন পরিবার সদস্যরা। পরে আকিব অনেক খোঁজাখুঁজি করে হাতকড়া উদ্ধার করে থানায় জমা দেন। আর এখন পর্যন্ত সাকিবও পলাতক আছেন।
সাকিবের মা ঘটনাটি প্রথমে অস্বীকার করে পরে বলেন, ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। এসে শুনি সাকিবকে পুলিশ হ্যান্ডক্যাপ (হাতকড়া) পরালে সে পালিয়ে যায়। বড় ভাইকে (আকিব) থানায় নিয়ে গেলে তাকেও ছেড়ে দেয়। পরে আকিব থানা থেকে এসে খোঁজাখুঁজি করে রাতেই হ্যান্ডকাপ ফেরত দিয়ে দেয়।
জীবননগর থানার ওসি এস এম জাবীদ হাসান এ বিষয়ে কিছুই জানান বলে জানান।