যশোর শহরে অভিযান চালিয়ে তিন বোতল বিদেশি মদসহ বিদ্যুৎ মজুমদার নামে একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
শনিবার (২ সেপ্টেম্বর) শহরের বড় বাজারের চুড়িপট্টি থেকে তাকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, যশোর শহরের বড় বাজারের চুড়িপট্টি থেকে বিদ্যুৎ মজুমদারকে আটক করা হয়। এসময় তার বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তিন বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। বিক্রির উদ্দেশ্য তিনি মদগুলো মজুদ করেছিলো। শনিবার রাতে বিদ্যুৎ মজুমদারকে যশোর কোতোয়ালী মডেল থানায় মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে।