চীনা প্রতারকদের ফাঁদে অতিরিক্ত সচিব, আটক ২

আরো পড়ুন

চীনা প্রতারকচক্রের ফাঁদে পড়ে টাকা খোয়ালেন আবুল কালাম আজাদ নামে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সাবেক এক অতিরিক্ত সচিব।

চক্রটি তার কাছ থেকে ৩ লাখ ৩৫ হাজার টাকা হাতিয়ে নেয়। এরপর আরো ৫ লাখ টাকা দাবি করলে রাজধানীর রমনা থানায় মঙ্গলবার (১ আগস্ট) ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন তিনি।

মামলা করার পরেই কাজ শুরু করে পুলিশ। একদিন পর বুধবার (২ আগস্ট) চট্টগ্রামের সাতকানিয়ায় অভিযান চালিয়ে চক্রের দুই চীনা সদস্যসহ চারজনকে গ্রেফতার করে পুলিশ।

এ সময় তাদের থেকে ২০টি ফোন, ১টি ল্যাপটপ, ১টি রাউটার, ২টি পাসপোর্ট ও ৩ হাজার পিস সিমকার্ড জব্দ করা হয়।

গ্রেফতার দুই চীনা হলেন ঝ্যাং সিং ও ঝ্যাং ইরউয়া। এ সময় গ্রেপ্তার দুই দুই বাংলাদেশি যুবক সিয়াম চৌধুরী ও আবীর হোসেন। তারা চট্টগ্রামের সাতকানিয়ায় অবস্থান করছিলেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের দক্ষিণের উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, চক্রটি ফেসবুক ও হোয়াটসঅ্যাপে টাকা উপার্জনের প্রলোভন দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে। মানুষকে বোকা বানিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করে হুন্ডির মাধ্যমে চীনে পাচার করছে। আমেরিকাভিত্তিক মাল্টিন্যাশনাল কোম্পানি আমাজন নামে প্রতারণা করত এ চক্রটি।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ