ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করে বাঙালি জাতির কপালে কলঙ্কের তিলক পরিয়ে দেয় : আসাদুজামান মিঠু

আরো পড়ুন

যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আসাদুজামান মিঠু বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও চেতনাকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। সারা বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। ঘাতকরা শুধু জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাই করেনি, হত্যা করেছিল বাঙালি জাতির মহান মুক্তিযুদ্ধের চেতনা, অগ্রযাত্রা, সমৃদ্ধি ও সুন্দর আগামীর স্বপ্নক। ৩০ লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়ে বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন করে সোনার বাংলা বিনির্মাণের যে স্বপ্ন দেখেছিলেন ১৫ আগস্ট খুনিদের বুলেট বাঙালির সেই স্বপ্নকে হত্যা করে। বঙ্গবন্ধু শত বছরের একটি পরাধীন জাতিকে স্বাধীনতা দিয়ে বিশ্বের দরবারে বাঙালিদের বীরের জাতি হিসেবে প্রতিষ্ঠিত করার মাত্র তিন বছর সাত মাসের মধ্যে দেশি ও বিদেশি চক্রান্তের মাধ্যমে ঘাতকরা তাকে সপরিবারে হত্যা করে বাঙালি জাতির কপালে কলঙ্কের তিলক পরিয়ে দেয়।

৭ ও ৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে
বেজপাড়ার তালতলা মোড় এলাকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে আলোচনা সভা, দোয়া মাহফিল, গনভোজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য একথা বলেন তিনি।

অনুষ্ঠানে ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মনিরুল আহসান ইভেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ ইমামুল কবির, শহর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাহামুদুল হাসান সুমন, যুগ্ম-আহবায়ক নজরুল ইসলাম সোহাগ, শেখ মো: ইব্রাহিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আজমাঈনুল ইসলাম।

অনুষ্ঠান ব্যাবস্থাপনা করেন ইমন, পান্না, দিপঙ্কর, সোহাগ, আজিম, ফন্টু, ইমরান, শুকুর, ভুট্টো, বাবু, জিম, রোনা, রাব্বী, অনিক ও করিম।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ