গাজা উপত্যকায় প্রতিদিন ৪২০ শিশু হতাহত : ইউনিসেফ

আরো পড়ুন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বোমা হামলায় প্রতিদিন ৪২০ জনের বেশি শিশু হতাহত হচ্ছে বলে জানিয়েছে ইউনিসেফ। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে দেওয়া এক বক্তব্যে এমন ভয়াবহ তথ্য জানান ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল। খবর আলজাজিরার।

ক্যাথরিন রাসেল বলেন, গাজায় প্রতিদিন ৪২০ জনের বেশি শিশু নিহত বা আহত হচ্ছে। এত বেশি শিশু হতাহত হচ্ছে যে তা আমাদের প্রত্যেককে নাড়া দেবে।

জাতিসংঘের ত্রাণসহায়তাবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএরের প্রধান ফিলিপ লাজারিনি নিরাপত্তা পরিষদকে বলেছেন, গাজায় নিহতদের প্রায় ৭০ শতাংশই শিশু ও নারী।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে সেভ দ্য চিলড্রেন বলেছে, গত ৭ অক্টোবর থেকে গাজায় অন্তত তিন হাজার ৩২৪ শিশু নিহত হয়েছে। আর অধিকৃত পশ্চিম তীরে ৩৬ শিশু মারা গেছে।

অন্যদিকে জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২২ সালে বিশ্বের ২৪টি দেশে সংঘাতে মোট ২ হাজার ৯৮৫ শিশু, ২০২১ সালে ২ হাজার ৫১৫ এবং ২০২০ সালে ২২টি দেশে ২ হাজার ৬৭৪ শিশু নিহত হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ