গাজা উপত্যকায় পানি, বিদ্যুৎ, খাবার ও ওষুধের চরম সংকটে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। জাতিসংঘের রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস (ইউএনআরডব্লিউএ) জানিয়েছে, তারা হাজার হাজার মানুষকে মানবিক সহায়তা দিতে সক্ষম নয়।
ইউএনআরডব্লিউএ’র কমিশনার-জেনারেল ফিলিপ লাজারিনি সোমবার বলেছেন, গাজায় পানি ও বিদ্যুৎ সরবরাহ শেষ হয়ে যাচ্ছে এবং শিগগির কোনও খাবার এবং ওষুধও থাকবে না।
তিনি বলেন, “গাজায় আমাদের ইউএনআরডব্লিউএ সহকর্মীরা আর মানবিক সহায়তা দিতে পারছে না। ইউএনআরডব্লিউএ’র কার্যক্রমগুলো গাজা উপত্যকায় জাতিসংঘের বৃহত্তম পদচিহ্ন। কিন্তু আমরা পতনের দ্বারপ্রান্তে। এটি একেবারেই নজিরবিহীন।”
বর্তমানে প্রায় ৪ লাখ ফিলিস্তিনি জাতিসংঘ পরিচালিত স্কুল ও অন্যান্য শরণার্থী শিবিরগুলোতে আশ্রয় নিয়েছেন। অবরুদ্ধ পরিস্থিতিতে তাদের সহায়তা চালিয়ে ইউএনআরডব্লিউএ’র জন্য কঠিন হয়ে পড়েছে।
লাজারিনি বলেন, “আমরা সবাই জানি পানিই জীবন, গাজায় খাবার পানি ফুরিয়ে যাচ্ছে, গাজায় জীবন ফুরিয়ে যাচ্ছে।”
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, গাজায় মানবিক পরিস্থিতি “অত্যন্ত উদ্বেগজনক”। তিনি ইসরায়েল ও ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে তারা সহিংসতা বন্ধ করে মানবিক সহায়তা পৌঁছতে দেয়।
গাজায় মানবিক সংকট কাটাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি। ইসরায়েল ও ফিলিস্তিনিদের অবশ্যই অবরোধ ও সহিংসতা বন্ধ করতে হবে। জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোকেও সহায়তা প্রদানে এগিয়ে আসতে হবে।