মানিকগঞ্জের সদরেগাছ থেকে রাকিব হোসেন (২০) নামের এক পিকআপ ভ্যান চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল ১০টার দিকে উপজেলার দিঘী ইউনিয়নের ছোট ভাটবাউর এলাকার ওই গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রাকিব হোসেন বাড়ি সদর উপজেলার দিঘী ইউনিয়নের ছোট ভাটবাউর এলাকায়।
পুলিশ জানান, রাকিব মায়ের গর্ভে থাকা অবস্থায় তার মাকে ছেড়ে চলে যান বাবা। রাকিব পরিবারের একমাত্র উপার্জনের ব্যক্তি ছিলেন।
স্থানীয়দের দেয়া খবরে সোমবার সকাল ১০টার দিকে রাকিবের বাড়ির কাছে একটি গাবগাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় সদর থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।