খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শাহীন (৬৫) ও কমলা (৩২) নামে দুই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র আরএমও ডাক্তার সুহাস রঞ্জন হালদার বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত শাহীন বাগেরহাট সদরের ও কমলা নড়াইল জেলার লোহাগড়া উপজেলার পদ্মবিলার বাসিন্দা।
ডাক্তার সুহাস বলেন, বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৪১ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। খুমেক হাসপাতালে বর্তমানে ২৮৬ জন চিকিৎসাধীন। এ হাসপাতালে চলতি বছর দুই হাজার ৭১০ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন।