খুলনা বিশ্ববিদ্যালয়ে পাখিদের নিরাপদ আশ্রয়, বংশবৃদ্ধি ও রক্ষার জন্য গাছে গাছে মাটির হাঁড়ি বসানো হয়েছে। বুধবার (৮ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এই কার্যক্রমের উদ্বোধন করেন।
উপাচার্য বলেন, জীববৈচিত্র্য রক্ষা আমাদের সকলের দায়িত্ব। পাখিরা জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই হাঁড়িগুলো বসানোর মাধ্যমে পাখিরা নিরাপদ আশ্রয় পাবে। এতে পাখিদের বংশবৃদ্ধিও বাড়বে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ক্লাবের উদ্যোগে এই কাজটি করা হয়েছে। ক্লাবের সভাপতি ওয়ালিদ হোসেন বলেন, আমরা মোট শতাধিক হাঁড়ি বসিয়েছি। এই হাঁড়িগুলোতে ছোট ছোট ছিদ্র করে দেওয়া হয়েছে। এতে বৃষ্টির পানি ঢুকলেও নিচের ছিদ্রগুলো দিয়ে বের হয়ে যাবে। তাছাড়া হাঁড়ির দুই দিকে বড় দুটি মুখ রাখা হয়েছে। এক দিক দিয়ে পাখি ঢুকলে আবার সোজা অন্য মুখ দিয়ে বের হয়ে যেতে পারবে।
এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়কে একটি গ্রিন ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি। এই হাঁড়িগুলো বসানোর ফলে পাখিদের আগ্রহ বাড়বে এবং তারা এখানে আশ্রয় নিতে আসবে। এতে ক্যাম্পাসের পরিবেশ আরও সুন্দর হবে।
তিনি আরও বলেন, আমরা আশা করি এই উদ্যোগের মাধ্যমে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠন অনুপ্রাণিত হবে এবং তারাও এই ধরনের উদ্যোগ গ্রহণ করবে।