খুলনায় হরতালের কোনো প্রভাব নেই

আরো পড়ুন

বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথমদিনে খুলনায় কোনো প্রভাব পড়েনি। দূরপাল্লার কিছু পরিবহন ছাড়া লঞ্চ ও ট্রেন চলাচল স্বাভাবিক। এছাড়া যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ।

রোববার (১৯ নভেম্বর) সকালে নগরীর আধুনিক রেলস্টেশনে গিয়ে দেখা যায়, খুলনা থেকে যথারীতি সব রুটের ট্রেন ছেড়ে গেছে। একইভাবে বিআইডব্লিউটিএ লঞ্চ ঘাট থেকে বিভিন্ন রুটে লঞ্চ ছেড়ে গেছে।

নগরীর সোনাডাঙা বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ রুটগুলোতে বাস চলাচল করছে। তবে দূর পাল্লার দামী বাসগুলো চলাচল করতে দেখা যায়নি। অভ্যন্তরীণ রুটগুলোতে বাস চলাচল করলেও চাপ ছিল না যাত্রীর।

খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও নগরীর ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন বিপ্লব বলেন, খুলনা থেকে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে কেএমপির কমিশনার মো. মোজাম্মেল হক বলেন, নগরীতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইন লঙ্ঘনকারীকে কোনো ছাড় দেওয়া হবে না।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ