খুলনায় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

আরো পড়ুন

খুলনার পাইকগাছায় রজব আলী গাজী (৬০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় উপজেলার সোলাদানার ভিলেজ পাইকগাছার গুচ্ছ গ্রামের একটি কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

থানা পুলিশ জানায়, সকালে গুচ্ছ গ্রামের কাঁঠাল গাছে রজব আলী (৬০) এর লাশ ঝুলতে দেখে স্থানীয়রা খবর দিলে সাড়ে ৮ টার দিকে ঘটনাস্থল থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এরপর লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

যদিও পরিবারের পক্ষে দাবি করা হচ্ছে, ঋণের দায়ে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে এলাকাবাসীর অনেকেই মনে করছেন, গুচ্ছগ্রামে গত কয়েক দিনের গোলযোগের জের ধরে তাকে কেউ পরিকল্পিতভাবে হত্যার পর সেখানে লাশ ঝুলিয়ে দিতে পারে। যদিও মৃত্যুর বিষয়টি হত্যা না কি আত্মহত্যা তা নিশ্চিত করে বলতে পারছেনা থানা পুলিশ। ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শাহিনুর রহমান সাংবাদিকদের জানান, মৃতের পরিবারের দেয়া খবরে উপজেলার সোলাদানা ইউনিয়নের ভিলেজ পাইকগাছার গুচ্ছ গ্রামের একটি কাঁঠাল গাছ থেকে রজব আলী (৬০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ সকাল সাড়ে আটটার দিকে উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্টের পর ময়নাতদন্তের জন্য লাশ মর্গেপ্রেরন করা হয়েছে।

বৃদ্ধের পরিবারের উদ্বৃতি দিয়ে তিনি আরো জানান, ঋণের দায়ে দায়গ্রস্থ হয়ে তিনি আত্মহত্যা করেছে। তবে স্থানীয়দের দাবি, গত কয়েকদিন যাবত গ্রামটিতে মারামারি-গোলযোগ চলে আসছে। এ ঘটনার জের ধরে তাকে কেউ পরিকল্পিতভাবে হত্যা করে সেখানে তার লাশ ঝুলিয়ে দিয়েছে কিনা তাও খতিয়ে দেখা দরকার।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ