খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সায়রা বানু (৫০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি বাগেরহাট জেলার বাহিরদিয়া এলাকার বাসিন্দা।
রোববার দিনগত রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডা. সুহাস রঞ্জন হালদার বিষয়টি নিশ্চিত করে বলেন, সায়রা বানু ৩১ আগস্ট খুমেক হাসপাতালে ভর্তি হন। রোববার তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এনিয়ে খুমেকে আটজনসহ খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় খুমেকে ৩৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হন। বর্তমানে হাসপাতালে ১০৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।