বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৩তম তিরোধান দিবস উপলক্ষে আজ মঙ্গলবার থেকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় তিন দিনের লালন মেলা শুরু হচ্ছে।
তিন দিনের এই উৎসবকে ঘিরে ইতোমধ্যে দেশ-বিদেশ থেকে লালনভক্তরা জড়ো হতে শুরু করেছেন ছেঁউড়িয়ায়। লালন আখড়ায় সাধু-ভক্তদের আড্ডায় মুখর হয়ে উঠেছে।
লালন শাহের তিরোধান দিবস উপলক্ষে লালন মাজারকে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে। আলোক সজ্জা, পরিচ্ছন্নতা, মঞ্চ তৈরিসহ নানা আয়োজন চলছে।
দেশি-বিদেশি দর্শনার্থী, সাধক ও বাউল দর্শনের ভাবাবেগে উৎসুক দর্শকদের ভিড় সামলাতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
মেলায় থাকছে লালন শাহের জীবন ও দর্শন নিয়ে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বাউল গান, কবিতা আবৃত্তি, বিতর্ক ও দলগত প্রতিযোগিতাসহ নানা আয়োজন।
১৭ অক্টোবর লালন শাহের তিরোধান দিবস। মাঝরাতে অধিবাস কর্মসূচির মধ্য দিয়ে শুরু হবে তিন দিনের লালন উৎসবের মূল আয়োজন।