কুষ্টিয়ায় শুরু হচ্ছে তিন দিনের লালন মেলা

আরো পড়ুন

বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৩তম তিরোধান দিবস উপলক্ষে আজ মঙ্গলবার থেকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় তিন দিনের লালন মেলা শুরু হচ্ছে।

তিন দিনের এই উৎসবকে ঘিরে ইতোমধ্যে দেশ-বিদেশ থেকে লালনভক্তরা জড়ো হতে শুরু করেছেন ছেঁউড়িয়ায়। লালন আখড়ায় সাধু-ভক্তদের আড্ডায় মুখর হয়ে উঠেছে।

লালন শাহের তিরোধান দিবস উপলক্ষে লালন মাজারকে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে। আলোক সজ্জা, পরিচ্ছন্নতা, মঞ্চ তৈরিসহ নানা আয়োজন চলছে।

দেশি-বিদেশি দর্শনার্থী, সাধক ও বাউল দর্শনের ভাবাবেগে উৎসুক দর্শকদের ভিড় সামলাতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

মেলায় থাকছে লালন শাহের জীবন ও দর্শন নিয়ে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বাউল গান, কবিতা আবৃত্তি, বিতর্ক ও দলগত প্রতিযোগিতাসহ নানা আয়োজন।

১৭ অক্টোবর লালন শাহের তিরোধান দিবস। মাঝরাতে অধিবাস কর্মসূচির মধ্য দিয়ে শুরু হবে তিন দিনের লালন উৎসবের মূল আয়োজন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ