কুষ্টিয়ায় দূরপাল্লার বাস চলছে

আরো পড়ুন

বিএনপির ডাকা চতুর্থ দফার ৪৮ ঘণ্টার অবরোধে কুষ্টিয়ায় তেমন কোন প্রভাব পড়েনি। রবিবার সকাল থেকেই কুষ্টিয়া-দৌলতদিয়া, কুষ্টিয়া-খুলনা, কুষ্টিয়া-রাজশাহী সব রুটেই বাস ছেড়ে যাচ্ছে। পাশাপাশি আশপাশের জেলা যেমন মেহেরপুর, চুয়াডাঙ্গাতেও বাস চলাচল করছে। স্বাভাবিকভাবেই এসব রুটে বাস চললেও সংখ্যায় আগের তুলনায় কম। পরিবহন শ্রমিকরা বলছেন আগের তিন দফার চেয়ে এবার যাত্রী সংখ্যা বেড়েছে। যাত্রী বাড়তে থাকলে বাসের সংখ্যাও বাড়ানো হবে। এছাড়া সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা চলছে অন্যান্য দিনের মতই। শুধুমাত্র ঢাকাগামী কিছু বাস চলাচল বন্ধ রয়েছে।

রেলপথে ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে। কুষ্টিয়ায় সব ট্রেন সময়মতো ছেড়ে যাচ্ছে বলে জানিয়েছেন কুষ্টিয়া কোর্ট স্টেশনের বুকিং ইনচার্জ সাইদুজ্জামান।
এদিকে, এবারও বিএনপি জামায়াতের কোন নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি। তবে, নাশকতা এড়াতে শহরে ও সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। কিছুক্ষণ পর পর দেখা যাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল।

আর অবরোধ প্রতিরোধে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সাধারণ সম্পাদক আসগর আলীর নেতৃত্বে অবস্থান নিয়েছেন নেতা-কর্মীরা। এছাড়াও বিভিন্ন এলাকায় যুবলীগ ও ছাত্রলীগকে অবরোধবিরোধী স্লোগান দিতে দেখা গেছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ