কুমিল্লায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় সাজ্জদুল মান্নান (৪১) নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) মৃত্যু হয়েছে।
বুধবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে জেলার মুরাদনগর উপজেলার বি-চাপিতলা-বিষ্ণুপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এএসআই সাজ্জদুল মান্নান লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার নান্দিয়ারা গ্রামের বাসিন্দা।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান বলেন, বিকেলে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার করতে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে তাকে বহন করা মোটরবাইকের ধাক্কা লাগে। এতে বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন এএসআই মান্নান। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত ৮টার দিকে তিনি মারা যান।