কারাগারে অসুস্থ সু চি

আরো পড়ুন

কারাবন্দি অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, কারাবন্দি অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন সু চি। দেশটির জান্তা সরকার তার চিকিৎসার জন্য বাইরে থেকে বিশেষজ্ঞ নেওয়ার দাবিও নাকচ করে দিয়েছে। তবে বর্তমানে ৭৮ বছর বয়সী অসুস্থ নেত্রীকে কারা বিভাগের অধীনে চিকিৎসা দেওয়া হচ্ছে। মঙ্গলবার তার চিকিৎসা সংশ্লিষ্ট ও সরকারের অনুগত একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, সু চির মাড়ি ফুলে গেছে। তিনি ঠিকমতো খেতে পারছেন না। এ ছাড়া তার বমিসহ হালকা মাথাব্যথা রয়েছে। ওই সূত্রটি আটক হওয়ার ভয়ে তার পরিচয় প্রকাশ করেননি।

সু চির চিকিৎসার বিষয়ে কথা বলার জন্য জান্তা সরকারের মুখপাত্রের সঙ্গে রয়টার্স যোগাযোগের চেষ্টা করলেও তিনি সাড়া দেননি।

এর আগে গত ২৪ জুলাই তাকে কারাগার থেকে সরিয়ে রাজধানী নাইপিডোর একটি সরকারি বাসভবনে তাকে গৃহবন্দি করে রাখা হয় বলে জানায় বিবিসি।

উল্লেখ্য, ২০২১ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সু চিকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। এরপর তাকে কারাগারে এক বছরের বেশি সময় আটক করে রাখা হয়। বিভিন্ন মামলায় ৭৮ বছর বয়সী সু চিকে ৩৩ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। এসব রায়েই বর্তমানে তিনি জেলে আছেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ