কাজী শাহেদ আহমেদ মারা গেছেন

আরো পড়ুন

ব্যবসায়ী উদ্যোক্তা, ক্রীড়া সংগঠক, প্রকাশক ও লেখক জেমকন গ্রুপের চেয়ারম্যান কাজী শাহেদ আহমেদ মারা গেছেন। নব্বইয়ের দশকে যাত্রা শুরু করা দৈনিক আজকের কাগজের প্রকাশক ও সম্পাদক ছিলেন তিনি।

সোমবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার ছেলে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বাবার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

কাজী শাহেদ আহমেদের জন্ম ১৯৪০ সালে, যশোরে। প্রকৌশলবিদ্যায় পড়ালেখা শেষ করে তিনি সামরিক বাহিনীতে ১৪ বছর কাজ করেন। তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমির প্রতিষ্ঠাকালীন প্লাটুন কমান্ডারদের একজন।

১৯৭৯ সালে ‘জেমকন গ্রুপ’ প্রতিষ্ঠার মধ্য দিয়ে ব্যবসায়ী হিসেবে যাত্রা শুরু। দেশের প্রথম অর্গানিক চা বাগানের প্রতিষ্ঠাতা তিনি। তার অলাভজনক উদ্যোগের মধ্যে আছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ও কাজী শাহেদ ফাউন্ডেশন। তার স্ত্রী আমিনা আহমেদ একজন রবীন্দ্রসংগীত শিল্পী।

কাজী শাহেদ আহমেদ লেখালেখিও করেছেন। তার প্রবন্ধগ্রন্থ ‘ঘরে আগুন লেগেছে’ প্রকাশিত হয় ১৯৯৫ সালে। ২০১৩ সালে প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস ‘ভৈরব’। আত্মজীবনী ‘জীবনের শিলালিপি’ প্রকাশিত হয় ২০১৪ সালে। ইংরেজিতে অনূদিত হয়েছে ‘ভৈরব’ এবং প্রকাশের অপেক্ষায় আছে আত্মজীবনীর ইংরেজি অনুবাদ ও অন্যান্য গ্রন্থ।

কাজী শাহেদ আহমেদের তিন সন্তানের মধ্যে বড় ছেলে কাজী নাবিল আহমেদ আওয়ামী লীগের সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি। মেজ ছেলে কাজী আনিস আহমেদ লেখক এবং ঢাকা ট্রিবিউন ও বাংলা ট্রিবিউনের প্রকাশক। ছোট ছেলে কাজী ইনাম আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ