কাজী শাহেদ আহমেদ’র স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত

আরো পড়ুন

দৈনিক আজকের কাগজের প্রকাশক ও সম্পাদক, জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদ’র স্মরণে যশোরে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে যশোর শিল্পকলা একাডেমিতে এই শোকসভার আয়োজন করা হয়।

লেখক, কলামিস্ট ও শাহেদ আহমেদ’র সহপাঠী আমিরুল ইসলাম রন্টু সভাপতিত্বে স্বাগতিক বক্তব্য রাখেন কাজী শাহেদ আহমেদ স্মরণসভা পরিষদের যুগ্ম আহ্বায়ক ও প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান।

স্মরণ সভায় মঞ্চে উপস্থিত ছিলেন, শুভানুধ্যায়ি ডাঃ সৈয়দ মোদাচ্ছের আলী, ড.মুনতাসীর উদ্দিন খান মামুন ও দেওয়ান শফিউল আরেফিন টুটুল, শাহেদ আহমেদ’র স্ত্রী আমিনা আহমেদ, সন্তান সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, কাজী আনিস আহমেদ ও কাজী এনাম আহমেদ, পুত্রবধূ মালিহা মান্নান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, যশোর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যার অধ্যাপক ড. মো. আহসান হাবীব, যশোর সরকারি এমএম কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির, বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম, বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দৌলা। অনুষ্ঠান পরিচালনা করেন, কাজী শাহেদ আহমেদ স্মরণসভা পরিষদের আহ্বায়ক্ব আসাদুজামান মিঠু।

স্মরণ সভায় বক্তরা বলেন, দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজী শাহেদ আহমেদের ভূমিকা ও অবদান অনস্বীকার্য। তিনি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে নব্বইয়ের দশকে একাধারে বাংলাদেশের আধুনিক সাংবাদিকতার পথপ্রদর্শক দৈনিক আজকের কাগজের প্রকাশক ও সম্পাদক, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, লেখক ও বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। তিনি আধুনিক ও বৈচিত্রময় অনেক ব্যবসারও উদ্ভাবক-উদ্যোক্তা ছিলেন। তারপরও সাংস্কৃতিক আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে তিনি অবিস্মরণীয় ভূমিকা রেখেছিলেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ