এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে সায়েন্সল্যাব এলাকায় অবরোধ

আরো পড়ুন

সায়েন্সল্যাব মোড় অবরোধ করে এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছে কিছু শিক্ষার্থী।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় প্রথমে শাহবাগ মোড়ে অবস্থান নেয় তারা। এরপর মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে এসে কিছুক্ষণ অবস্থান নেয়।

সেখান থেকে নীলক্ষেত মোড়ে গিয়ে অবস্থান নিয়ে আবার সায়েন্সল্যাব মোড়ে এসে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এসময় এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সবশেষ দুপুর ২টা ৪০ মিনিটে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেছে, ‘ডেঙ্গু পরিস্থিতির কারণে তাদের অনেকে ক্লাস-পরীক্ষায় অংশ নিতে পারেনি। এছাড়া অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। দুই মাস পরীক্ষা পেছানো হোক, না হলে ৫০ নম্বরের পরীক্ষা নেওয়ার হোক। সেইসঙ্গে আইসিটি পরীক্ষা না নেওয়া হোক।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ