ঋণখেলাপিদের তথ্য সংগ্রহে ইসির নির্দেশ

আরো পড়ুন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঋণখেলাপিদের তথ্য সংগ্রহে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে, যথাসময়ে ঋণখেলাপিদের হালনাগাদ তথ্য নির্বাচন কমিশনের কাছে সরবরাহ করতে।

বুধবার (১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে ইসি সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংক, পররাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, অর্থ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের (সমন্বয় ও সংস্কার) ২৯ জন কর্মকর্তা অংশ নেন।

ইসি সচিব বলেন, নির্বাচন কমিশন আইনের সংশোধন অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার সর্বশেষ তারিখের আগের দিন পর্যন্ত ঋণখেলাপিরা তাদের ঋণ পরিশোধ করতে পারবেন। তবে, মনোনয়নপত্র বাছাইয়ের সময় ব্যাংকগুলো যেন রিটার্নিং অফিসারের কাছে হালনাগাদ তথ্য জমা দিতে পারে, সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, আগামী ২৫ নভেম্বর থেকে নির্বাচনী এলাকা পরিদর্শন শুরু করবে নির্বাচন কমিশন। এছাড়া, নির্বাচনী প্রচারণার সময় হিংসাত্মক ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে নির্বাচন কমিশন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ