ইসলামী বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের বিষয়ে সিদ্ধান্ত আজ

আরো পড়ুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মেডিকেল সেন্টারে ভাঙচুর ও র‍্যাগিংয়ের ঘটনায় প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। জমাকৃত প্রতিবেদন পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে আজ মঙ্গলবার সকাল ১১টা থেকে উাপাচার্যের কার্যালয়ে ছাত্র-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হচ্ছে।

সভায় সভাপতিত্ব করছেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এবং সদস্য সচিব প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ। ইতোমধ্যে কমিটির অন্যান্য সদস্যদের সভা সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, গত ১০ জুলাই আইন বিভাগের ছাত্র রেজোয়ান সিদ্দিক কাব্য, সালমান আজিজ, আতিক আরমানের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে ভাঙচুর এবং কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীদের ও অ্যাম্বুলেন্স চালকের সঙ্গে অসদাচরণের অভিযোগ ওঠে। এরপর মেডিকেল সেন্টার কর্তৃপক্ষ ও ভুক্তভোগীরা লিখিত অভিযোগ করেন প্রশাসনের কাছে। এর পরিপ্রেক্ষিতে গত ১৫ জুলাই ওই তিন ছাত্রকে সাময়িক বহিষ্কার করে তদন্ত কমিটি গঠন করে কর্তৃপক্ষ। কমিটিতে ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরিনকে আহ্বায়ক করা হয়।

এদিকে গত ৯ সেপ্টেম্বর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের এক নবীন শিক্ষার্থী লিখিতভাবে র‍্যাগিংয়ের অভিযোগ করেন তারই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ৫ ছাত্রের বিরুদ্ধে। পরেরদিন ব্যবসায় প্রশাসন অনুষদের আহ্বায়ক অধ্যাপক ড. সাইফুল ইসলামকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে কর্তৃপক্ষ।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ