ইসরায়েলি সেনাদের গুলিতে দুটি আলাদা ঘটনায় আরও চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবির ও অবরুদ্ধ গাজায় এসব ঘটনা ঘটে। দুই ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের এসব তথ্য নিশ্চিত করেছে। জেনিনে নিহতদের নামধাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গাজায় নিহত তরুণের নাম ইউসুফ সালেম রাদওয়ান।
জানা গেছে, মঙ্গলবার ইসরায়েলের সেনারা জেনিনে তল্লাশি অভিযান শুরু করে। এতে ইটপাটকেল নিয়ে ফিলিস্তিনের তরুণরা বাধা সৃষ্টির চেষ্টা করে। জবাবে তাদের দিকে গুলি ছোড়ে ইসরায়েলের সেনারা।
অন্যদিকে একই দিন অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলে কাজের জন্য ঢোকার চেষ্টা করার সময় নিহত হন রাদওয়ান। রবিবার থেকে বিত হনউন নামক ওই ফটক আটকে দেয় ইসরায়েল। এতে ইসরায়েলে কাজ করার অনুমতিপ্রাপ্ত প্রায় ১৮ হাজার মানুষ আটকা পড়ে। ফলে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ শুরু হয়।
২০০৭ সালে গাজা উপত্যকার শাসনক্ষমতা হামাসের হাতে আসে। এরপর সেখান থেকে আকাশ-স্থল-নদী পথে ফিলিস্তিনিদের ইসরায়েলে ঢোকা কঠিন হয়ে পড়ে।
অন্যদিকে ২০২২ সাল থেকে জেনিনে নিয়মিত সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের অভিযোগ, সেখানে সশস্ত্র চরমপন্থিরা আস্তা গেড়েছে। কিন্তু ফিলিস্তিন এ ধরনের অভিযোগ বারবার অস্বীকার করেছে।
সূত্র : আলজাজিরা