ইউনিক হাসপাতালে ডাক্তার ও ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলায় রোগী মৃত্যু অভিযোগ

আরো পড়ুন

যশোরের ইউনিক হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তার ও ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলায় রুনা খাতুন(২৬) নামে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোগীর স্বজনরা ক্লিনিকে হট্টোগোল করে। পরে কোতয়ালি পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে ঐ ক্লিনিকে এ ঘটনা ঘটে। মৃত রুনা সদর উপজেলার আবাদ কচুয়া ইউনিয়নের মুনসেফপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের মেয়ে।

মৃতের মামা আব্দুল কাদের বিশ্বাস জানান, গত ২৯ অক্টোবর রুনা কানের সমস্যা নিয়ে ইউনিক হাসপাতালে ভর্তি হন। সেখানে দায়িত্বরত চিকিৎসক অধ্যাপক ডাক্তার আবুু কায়সার ৩৫হাজার টাকা চুক্তিতে তার অপারেশন করেন। পরে রাতে তিনি ঢাকায় চলে যান। সেখানে ক্লিনিকের সেবিকা ও কথিত ওয়ার্ড বয় চিকিৎসক সেজে অপারেশন পরবর্তী চিকিৎসা প্রদান করেন। এতে করে রোগীর অবস্থা উন্নতির পরবর্তী অবনতির দিকে যায়। তখন স্বজনরা ক্লিনিক কর্তৃপক্ষকে উন্নত চিকিৎসার প্রদানের জন্য বললে তারা অবহেলা করেন। ফলে অবহেলায় মঙ্গলবার সকাল ৯টার দিকে রুনার মৃত্যু হয়। এ সময় রুনার মৃত্যুর পর রোগীর স্বজনরা উত্তেজিত হয়ে ডাক্তার ও ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলায় মৃত্যু অভিযোগ তুলে হট্টগোল করে। খবর পেয়ে কোতয়ালি থানার এসআই অমিত কুমার এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

মৃতের ভাই কাইউম উদ্দিন বিশ্বাস অভিযোগ করে বলেন, অপারেশন করেই ওই দিন রাতে ডাক্তার ঢাকায় চলে যান। একদিনও রোগীর কাছে আসেননি। মঙ্গলবার ভোরে রোগীর অবস্থার আরও অবনতি হলে ক্লিনিক কর্তৃপক্ষ কোনো গুরুত্ব দেয়নি। এ ঘটনায় সিভিল সার্জন অফিস ও থানায় লিখিত অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন।

ক্লিনিকের চিকিৎসক সাফায়েত হোসেন জানান, রোগীর পেসার উঠা নামা করছিল। বিষয়টি অধ্যাপক ডাক্তার আবুু কায়সারকে জানালে তার দেওয়া নির্দেশনা অনুযায়ী রোগীকে ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। তার পর হঠাৎ করে ৯টার দিকে রোগী হৃদযন্ত্রেরক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান জানান, তিনি ডাক্তার নন। মৃত্যুর কারন ডাক্তার বলতে পারবেন। তবে, এ প্রতিষ্ঠান থেকে কোনো অবহেলা করা হয়নি।

এ ব্যাপারে সিভিলি সার্জন ডাক্তার বিপ্লব কান্তি বিশ্বাস জানান, এ ঘটনায় মৌখিক অভিযোগ করেছেন মৃতের স্বজনরা। তিনি আরও বলেন ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ