আলু আমদানিতে অনুমতি, বাজারে দাম স্থিতিশীল করার চেষ্টা

আরো পড়ুন

দেশে আলুর উৎপাদন ও সরবরাহ পর্যাপ্ত থাকা সত্ত্বেও বাজারে অস্বাভাবিক দাম বৃদ্ধি পেয়েছে। সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রয় না হওয়ায় এবং বাজার অস্থিতিশীল করার অপতৎপরতায় লিপ্ত থাকায় আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (৩০ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নেয়। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, আলু আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এতে বাজারে আলুর পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত হবে এবং দাম স্থিতিশীল থাকবে।

গত ১৪ সেপ্টেম্বর বাণিজ্যমন্ত্রী কৃষি মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে আলুসহ তিন পণ্যের মূল্য নির্ধারণ করেছিলেন। কোল্ড স্টোরেজ পর্যায়ে ২৬-২৭ টাকা ও খুচরা পর্যায়ে ৩৫-৩৬ টাকা মূল্যে বিক্রয়ের জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়। কিন্তু নির্ধারিত মূল্যে কোল্ড স্টোরেজ ও খুচরা কোনো পর্যায়েই আলু বিক্রয় হচ্ছে না বলে জানানো হয়।

এ অবস্থায় বাজারে আলুর পর্যাপ্ত সরবরাহ নিশ্চিতকল্পে এবং সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে আমদানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের আহ্বানে আলু আমদানি করতে আগ্রহী ব্যবসায়ীরা আগামী ১৫ দিনের মধ্যে আবেদন করতে পারবেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ