সক্রিয় মৌসূমী বায়ুর প্রভাবে বৃষ্টিতে ভিজছে রাজধানীসহ সারাদেশ। দুই দিন আগে থেকে শুরু হওয়া এ অবস্থা আরো দুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) আবহাওয়াবিদ বজলুর রশীদ এই তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার সারা দেশে বিশেষ করে সিলেট, রংপুর, ময়মনসিংহে ভারি থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে।
তিনি আরো বলেন, তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে তাপপ্রবাহের শঙ্কা নেই।
এদিকে বঙ্গোপসাগর উত্তাল থাকায় সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকাসহ দেশের ১৯ জেলায় আজও ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।
আজ বৃহস্পতিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, ঢাকা, ফরিদপুর, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।