আমেরিকার শ্রমিক অধিকার নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

আরো পড়ুন

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আমেরিকার শ্রমিক অধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, আমেরিকা শ্রমিক অধিকার নিয়ে কথা বলতে পারে না। কারণ, আমেরিকার শ্রমিক ইতিহাস খুবই বেদনাদায়ক। একসময় আমেরিকার শ্রমিকরা ক্রীতদাস ছিল। তাদের উপর অত্যাচার-নির্যাতন করা হতো। মাত্র ২০ সেন্ট মজুরিতে ১৮ ঘণ্টা কাজ করতে হতো।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা এখন অনেক উন্নত হয়েছে। কিন্তু এ অবস্থায় আসতে আমেরিকাকে ২৫০ বছরেরও বেশি সময় লেগেছে। বাংলাদেশ এখনও উন্নয়নের পথে। আমাদের শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে আমরা কাজ করছি। কিন্তু তাতে সময় লাগবে।

তিনি বলেন, আমেরিকা বাংলাদেশের শ্রমিকদের উপর চাপ প্রয়োগ করছে। কিন্তু আমরা তাদের চাপের কাছে নতি স্বীকার করব না। আমরা আমাদের মতো করে কাজ করব।

পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, বাংলাদেশকে শ্রমিক অধিকার নিশ্চিত করতে হবে। আমেরিকা বাংলাদেশকে এ ব্যাপারে সহায়তা করতে প্রস্তুত।

তিনি বলেন, আমেরিকা বিশ্বব্যাপী শ্রমিক অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বাংলাদেশকে এ ব্যাপারে সহায়তা করতে চাই।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ